অযোধ্যা মামলার শুনানি ৬ আগস্ট

Spread the love

বাবরি মসজিদ মামলার শুনানি আগামী ৬ অগাস্ট থেকে শুরু হবে সুপ্রিম কোর্টে। এলাহাবাদ হাইকোর্টের ২০১০ সালের ৩০ সেপ্টেম্বরের রায়কে চ্যালেঞ্জ করে যে আবেদনগুলি জমা পড়েছিল, সেগুলির শুনানি চলবে প্রতিদিন। মধ্যস্থতাকারীরা ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে শীর্ষ আদালত। মধ্যস্থতাকারী প্যানেলের জমা দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবারই যেহেতু রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ ছিল কমিটির তরফ থেকে সব পক্ষকে জানানো হয় যে মধ্যস্থতা সফল না হওয়ায় এ প্রক্রিয়া সরকারি ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে মধ্যস্থতা প্রক্রিয়ায় সব পক্ষেরই সুবিধা হলেও তারা কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারছে না। গত ৮ মার্চ সুপ্রিম কোর্ট যে মধ্যস্থতাকারী প্যানেল তৈরি করে দিয়েছিল, তারা এতদিনে সব পক্ষের উপস্থিতিতে একটিই বৈঠক করতে পেরেছে। ৪১ জন ব্যক্তির উপস্থিতিতে সেটিই ছিল মধ্যস্থতাকারী প্যানেলের প্রথম বৈঠক।

গত ১৮ জুলাই দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ বোবডে, ডি ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ, আব্দুল নাজিরকে গঠিত সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ মধ্যস্থতাকারী কমিটিকে বলে ১ অগাস্টের মধ্যে মধ্যস্থতাপ্রক্রিয়ার অবস্থা জানাতে বলে। অযোধ্যা জমি নিয়ে যে সিভিল মামলা হয়েছিল তাতে একজন বাদী ছিলেন গোপাল সিং বিশারদ। তাঁর ছেলে গোপাল সিংয়ের আবেদনের ভিত্তিতে ওই নির্দেশ দিয়েছিল বেঞ্চ।

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় রাম জন্মভূমি- বাবরি মসজিদের বিতর্কিত ২.৭৭ একর জমি নির্মোহী আখড়া,উত্তর প্রদেশের সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড এবং রামলীলা বিরাজমনের মধ্যে সমান ভাবে বণ্টন করে দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*