বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে রাজ্যে তুমুল বৃষ্টির সম্ভাবনা, জানিয়ে দিলো হাওয়া অফিস

Spread the love

৪ তারিখ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা ৷ যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেদিন থেকে ৮ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে ৷ এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ৷ পয়লা জুন থেকে ঘাটতির পরিমাণ মাইনাস ৪৮ শতাংশ ৷ তবে দক্ষিণবঙ্গে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা চাষের জন্য যথেষ্ট নয় ৷ এই মুহূর্তে প্রবল সমস্যা না হলেও ধান চাষের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। ৪ থেকে ৮ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত না হলেও বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বাড়বে বলে মনে করছে আবহাওয়া দপ্তর ৷ তাই ৮ তারিখের পর বোঝা যাবে ঘাটতি কমল কি না? ৪ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই ৷ তবে ৪ থেকে ৮ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে ৷

উল্লেখ্য, দেশে বর্ষা প্রবেশ করেছে দেরিতে ৷ সেইসঙ্গে দুর্বল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ৷ তাই প্রথম পর্যায়ে সারাদেশেই জুন বা জুলাইতে তেমন বৃষ্টি হয়নি ৷ তবে দ্বিতীয় পর্যায়ে, ঘাটতি খানিকটা কমার সম্ভাবনা রয়েছে ৷ এদিকে আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*