জেভিয়ার্সের নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার

Spread the love

নিখোঁজ থাকার পর অবশেষে মিললো ঋষিক কোলের দেহ ৷ শুক্রবার উত্তরপাড়া ও হিন্দমোটরের মাঝে রেলের ট্র্যাক থেকে মৃতদেহ পাওয়া যায় ৷ জেভিয়ার্সে ফিজিক্স অনার্সের প্রথম বর্ষের ছাত্র ছিল ঋষিক ৷ বৃহস্পতিবার সন্ধে থেকে নিখোঁজ ছিল সে ৷ হুগলির সিঙ্গুরের বাসিন্দা ঋষিক কোলে ৷

জানা গিয়েছে, রবিবার হস্টেলে ভর্তি হন ঋষিক ৷ মঙ্গলবার পর্যন্ত ক্লাসও করেন ৷ গতকাল সকাল ১০টা পর্যন্ত হস্টেলে দেখা যায় তাকে ৷ এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বেনিয়াপুকুর থানায় মিসিং ডায়েরি করেন পরিবার ৷ জয়েন্ট সিপি ক্রাইমের সঙ্গে দেখাও করেন তার বাবা ৷ তবে কী মানসিক অবসাদে ভুগছিলেন ঋষিক?

বাংলা থেকে প্রথম ইংরেজি মাধ্যমে পড়া শুরু ৷ ইংরেজি মাধ্যমের সঙ্গে মানাতে পারছিলেন না ৷ রুমমেটকে সেই কথা জানিয়েছিলেন ঋষিক ৷ জেভিয়ার্স কলেজে ২ দিন ক্লাস করেন ৷ ৮টার মধ্যে ৪টি ক্লাসে উপস্থিত ছিলেন ঋষিক ৷ গতকাল খাবার খেয়ে হস্টেল থেকে বেরোন ৷ বালতি কিনতে যাওয়ার নামে বেরোন ঋষিক ৷ ফিরে কলেজে যাবেন বলে বন্ধুদের জানান ৷ পিঠে ব্যাগ নিয়েই হস্টেল থেকে বেরোন ঋষিক ৷ কিন্তু সিসিটিভি ফুটেজে ঋষিককে কলেজের দিকে যেতে দেখা যায়নি ৷ ইংরেজি মাধ্যমে মানাতে না পেরেই কী অবসাদ? উঠছে প্রশ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*