ভরা কোটালের জেরে প্রবল জলোচ্ছ্বাস দিঘায়। পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকা জামড়া, শ্যামপুর,তাজপুরে হু হু করে বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে ৷ এর জেরে শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে ৷ শুক্রবার রাত থেকেই জামড়া, শ্যামপুর, তাজপুর সহ একাধিক উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে। সমুদ্রের বাঁধ ভেঙে শংকরপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গ্রাম ৷ ক্ষতি হয়েছে চাষের জমিও। মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে প্রশাসন ৷
এদিকে, ভরা কোটালের জেরে ফুলে উঠেছে দিঘার সমুদ্রের জল ৷ দিঘার সমুদ্রে স্নান করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এরজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে ৷ কোনও পর্যটক যাতে সমুদ্রে স্নান করতে না যান, তার জন্য নজরদারি চালানো হচ্ছে।
Be the first to comment