থমথমে জম্মু ও কাশ্মীর, নিকেশ ৭ জইশ জঙ্গি

Spread the love

সেনার গুলিতে খতম ৭ জইশ-ই-মহম্মদ জঙ্গি। শনিবার কাশ্মীরের সোপোরে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় হয় সেনা জওয়ানদের ৷ তাতে নিকেশ হয় ৭ জইশ জঙ্গি ৷ ঘটনায় জখম হয়েছেন এক জওয়ানও। উপত্যকায় ইতিমধ্যেই থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে আজ সোপোরে তল্লাশি চালায় সেনাবাহিনী ৷ এলাকা ঘিরে ফেললে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেন জওয়ানরা ৷ দু’পক্ষের গুলির লড়াইয়ে খতম হয় ৭ জঙ্গি৷

নিহত জঙ্গিরা জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক জওয়ান আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার অমরনাথ যাত্রাপথে ল্যান্ডমাইন ও পাকিস্তান সেনার ব্যবহৃত স্নাইপার রাইফেল উদ্ধার হয়। সেনা আধিকারিকরা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেয়, বড়সড় হামলার ছক কষেছিল জইশ জঙ্গিরা। পাকিস্তানের সেনার মদতেই হামলা চালানোর ছক কষা হয় বলে সূত্রের খবর। এরপরই অমরনাথ যাত্রী ও পর্যটকদের ফিরে আসার অনুরোধ জানায় জম্মু-কাশ্মীর প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*