গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই ৷ ইন্ডিয়া মেটিরিওলজিক্যাল ডিপার্টমেন্ট ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে ৷ জানানো হয়েছে, রবিবার ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতে ফের ভোগান্তির শিকার হতে পারে মুম্বইবাসী ৷ এর পাশাপাশি রবিবার দুপুর থেকে সমুদ্রে জলোচ্ছ্বাসের মাত্রাও ক্রমশ বাড়তে থাকবে বলে সতর্ক করেছে আইএমডি৷ বৃহন্মুম্বই মিউনিসপ্যাল কর্পোরেশন জলমগ্ন এলাকা থেকে সমুদ্রের কাছাকাছি যেতে নিষেধ করেছে বলে জানা যাচ্ছে ৷ এদিকে পুনের নিচু এলাকাগুলিতেও সতর্কবার্তা দেওয়া হয়েছে ৷
উল্লেখ্য, শুক্রবার রাত থেকে অতি বৃষ্টির জেরে মুম্বই সহ সংলগ্ন নিচু এলাকায় জল জমেছে। শনিবার অনবরত বৃষ্টি হয়েছে। যার জেরে রাস্তা থেকে ট্রেনের লাইনে জল জমেছে। ফলে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে অনেকটাই। রবিবার ও সোমবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ইণ্ডিয়ান মৌসম ভবন। শনিবার নভি মুম্বইয়ের খারঘড় এলাকার পাণ্ডবকড়া ঝর্ণার জলের স্রোতে চারজন ডুবে গিয়েছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে, থানেতে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। ছাদ ভেঙে পড়ায় বেশ কিছু মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
Be the first to comment