শনিবার নিয়ন্ত্রণ রেখায় পাক ও ভারতীয় সেনার সংঘর্ষ ঘিরে ফের উত্তাল ভারত-পাক সম্পর্ক। একদিকে অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা ও অন্যদিকে পাক অনুপ্রবেশের ছক বানচাল। সবমিলিয়ে ভারত-পাক সমীকরণ এখন নতুন পর্যায়ে। রবিবার ভারতীয় সেনার পদক্ষেপ নিয়ে এবার ট্যুইটারে সরব হলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার হামলা নিন্দনীয়, এই হামলার জেরে লক্ষাধিক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্লাস্টার অস্ত্রের ব্যবহার করে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙঘন করেছে ভারত, এমনটাই জানিয়েছেন ইমরান।
ইমরান আরও জানান, ১৯৮৩ Convention on Certain Conventional Weapons অনুযায়ী মানবাধিকার লঙ্ঘন করেছে ভারতীয় সেনা। এর ফলে শান্তি ও সুরক্ষাকে সংকটের মুখে ঠেলে দেওয়া হচ্ছে ও এই প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের পদক্ষেপও দাবি করেছেন ইমরান।
Be the first to comment