গত কয়েক বছরে সরকারি ক্ষেত্রে পরিষেবার আমুল পরিবর্তন হয়েছে। এখন শুধুমাত্র লেবার রুমের বিপদ দক্ষভাবে সমালোচনার জন্য সুনির্দিষ্ট চিকিৎসকদের দল আছে এবং মায়েদের চিকিৎসা ও প্রসবকালে বিপদ সামলানোর বিষয়ে বাংলা এখন অনেক এগিয়ে।
স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম অনুযায়ী এর আগে পশ্চিমবঙ্গে প্রতি এক লক্ষ প্রসবে ১১৩ জন মায়ের মৃত্যু হতো। এখন সেই সংখ্যা কমে হয়েছে ১০১। যেখানে জাতীয় গড় ১৩০, সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সংখ্যা খুব উল্লেখযোগ্য। অসম, বিহার, ওড়িশা, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, পাঞ্জাব সহ বহু রাজ্যে মাতৃমৃত্যুর হার বাংলার থেকে অনেক বেশি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেমের স্পেশ্যাল বুলেটিন অন ম্যাটারনাল মর্টালিটি ইন ইন্ডিয়া মে’২০১৮ প্রকাশিত হয়েছে। ২০১৪-১৬ সালের মাতৃমৃত্যুর হার সেখানে প্রকাশিত হয়েছে। সেটাই সাম্প্রতিক রিপোর্ট। এর আগের ২০১১-১৩ রিপোর্টে এই সংখ্যা ছিল ১১৩।
Be the first to comment