জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা (Article ৩৭০) প্রত্যাহারের সিদ্ধান্ত নিলো নরেন্দ্র মোদী সরকার। এই ধারায় জম্মু-কাশ্মীরকে বিশেষ স্বশাসিত মর্যাদা দেওয়ার উল্লেখ রয়েছে ৷ ৩৭০ ধারা তুলে দেওয়া মানে কাশ্মীর বিশেষ মর্যাদা হারাবে ৷ একই সঙ্গে জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তবে লাদাখে কোনও বিধানসভা থাকবে না ৷
বহু কাল ধরেই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার বিরোধিতা করছে বিজেপি৷ ২০১৪ সালে বিজেপি-র নির্বাচনী ইস্তেহারে কাশ্মীর নিয়ে এই প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল ৷ ইস্তেহারে জানানো হয়েছিল, কাশ্মীরি পণ্ডিতদের সম্মানের সঙ্গে ফেরাতে ও নিরাপত্তা দেওয়া বিজেপি-র অন্যতম অ্যাজেন্ডা ৷
এদিকে সোমবার সব রাজ্যকেই অ্যালার্ট করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সব রাজ্যের চিফ সেক্রেটারি এবং পুলিশের ডিরেক্টর জেনারেলসদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
Be the first to comment