জম্মু-কাশ্মীরের মাথা কেটে দিলো কেন্দ্রঃ গুলাম নবি আজাদ

Spread the love

ছবি- (এএনআই)

৩৭০ ধারা একসঙ্গে বেঁধে রেখেছিলো জম্মু ও কাশ্মীরকে ৷ এই ধারা প্রত্যাহার করে জম্মু-কাশ্মীরকে বন্ধনহীন করে দিল কেন্দ্রীয় সরকার। সোমবার রাজ্যসভায় জম্মু-কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল পেশ হওয়ার পর সাংবাদিক বৈঠকে একথা বলেন রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ ৷ রাজ্যসভায় এই বিল যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করছিলেন তখনই বিলের বিরোধীতা করেন গুলাম নবি আজাদ ৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সংবিধানকে খুন করলো। একই সঙ্গে ভারতের গণতন্ত্রকেও হত্যা করা হলো।

এরপরই এদিন রাজ্যসভা থেকে বেরিয়ে পি চিদাম্বরম ও তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সঙ্গে নিয়ে সংবাদিক বৈঠক করেন আজাদ ৷ তিনি বলেন, ভোটব্যাঙ্কের রাজনীতি করছে বিজেপি ৷ বিজেপি ৩৭০, ৩৫(এ) ও (বি) শেষ করে জম্মু-কাশ্মীরকে ভেঙে দিলো ৷ আমরা কোনওদিন ভাবিনি জম্মু-কাশ্মীর এই ভাবে ভাগ হয়ে যাবে ৷ দেশের সঙ্গে গদ্দারি করেছে কেন্দ্রীয় সরকার ৷ সামাজিক, রাজনৈতিকভাবে জম্মু-কাশ্মীরকে শেষ করে দিল ওরা ৷ অস্তিত্বহীন করে দেওয়া হল ৷ জম্মু-কাশ্মীরের মাথা যেন কেটে দিল কেন্দ্র ৷ টুকরো টুকরো করা দেওয়া হল জম্মু-কাশ্মীরকে। তিনি আরও বলেন, সমস্ত সেকুলার দল ও জম্মু-কাশ্মীরের সব ধর্মের মানুষ বিজেপির এই বিলের বিরুদ্ধে লড়াই করবে ৷ এর জন্য আমরা সংসদের বাইরেও ধর্নায় বসবো ৷

কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, এটি সম্পূর্ণ অসাংবিধানিক বিল ৷ আজ ভারতের সংবিধানের ইতিহাসের কালো দিন ৷


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*