সোমবার ৩৭০ ধারা বাতিল হওয়ার পরই জম্মু-কাশ্মীরে আরও ৮ হাজার আধাসেনা মোতায়েন করা হলো। দেশের বিভিন্ন জায়গা থেকে পোস্টিং আধাসেনা একেবারে উড়িয়ে নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে। বায়ুসেনার সি-১৭ মালবাহী বিমানে ওই সংখ্যক সেনা আনা হইয় জম্মুতে। জম্মু-কাশ্মীরের জন্য সাংবিধানিক বিশেষ মর্যদা ৩৭০ ধারা বাতিল করার পাশাপাশি ৩৫এ ধারাও বাতিল করা হয়।
এছাড়াও জম্মু-কাশ্মীরকে পুনর্গঠন করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেয় কেন্দ্র। লাদাখকে বিধানসভাহীন এবং জম্মু-কাশ্মীরকে বিধানসভাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে। রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাব রাখার পরই হইহট্টগোল শুরু হয়ে যায়। এই প্রস্তাবের তীব্র বিরোধিতা জানিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের দাবি, সংবিধানকে হত্যা করেছে বিজেপি।
উল্লেখ্য, গত সপ্তাহে দু’দফায় মোট ৩৫ হাজার অতিরিক্ত আধাসেনা মোতায়েন করা হয়েছে জম্মু-কাশ্মীরে। তবে স্থানীয় সূত্রে খবর, লাদাখ ও জম্মুর বাসিন্দারা কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানালেও, এখনও মন থেকে এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছে না কাশ্মীরের বাসিন্দারা ৷ এহেন পরিস্থিতিতে পাথরবাজদের সক্রিয়তার আশঙ্কায়, বাড়তি সেনা মোতায়েন করছে মোদী সরকার ৷
Be the first to comment