আমাদের পাঁচবছর সময় দিন, আমরা কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলবোঃ অমিত শাহ

Spread the love

কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তোলা হবে। সোমবার রাজ্যসভায় একথাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পাশাপাশি তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে যতক্ষণ ৩৭০ ধারা আছে, দেশের অখণ্ডতা রক্ষা অসম্ভব ৷

এদিন রাজ্যসভায় অমিত শাহ বলেন, যতক্ষণ ৩৭০ ধারা আছে, সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে দমন সম্ভব নয় ৷ তবে আমরা কোনও বিশেষ ধর্মকে টার্গেট করছি না ৷ এখন জম্মু ও কাশ্মীরের অবস্থা স্থিতিশীল নয় ৷ শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে অনেক প্রতিকূলতা রয়েছে ৷ ভ্রমণ ক্ষেত্রেও কোনও উন্নয়ন হয়নি ৷ আমাদের পাঁচবছর সময় দিন, আমরা কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলবো ৷ মনে রাখবেন, কাশ্মীর আমাদের স্বর্গ ছিল, আছে, থাকবে ৷

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অনেক সাংসদ প্রশ্ন তুলেছেন, জম্মু ও কাশ্মীর কতদিন পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে? আমি তাঁদের আশ্বস্ত করতে চাই যে, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সঠিক সময় আসবে আমরা জম্মু ও কাশ্মীরকে পুনরায় রাজ্য হিসেবে গড়ে তুলবো ৷ হয়তো একটু সময় লাগবে ৷ তবে একদিন আবার রাজ্যের মর্যাদা পাবে জম্মু ও কাশ্মীর।

এদিন কী বললেন অমিত শাহ?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*