শ্রীনগরে গ্রেফতার মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা

Spread the love

নয়া মোড় কাশ্মীরে ৷ পুলিশ হেফাজতে নেওয়া হলো মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে ৷ রবিবার রাতেই তাঁদের গৃহবন্দি করা হয়েছিলো ৷ আর সোমবার তাঁদের পুলিশ নিজের হেফাজতে নিয়ে হরি নিবাস গেস্ট হাউসে নিয়ে যায় বলে জানা গিয়েছে ৷ সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর তাঁদের সতর্কতামূলক গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। এছাড়া সজ্জাদ লোনকেও আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, সোমবার থেকেই প্রবল অসন্তোষের মুখে পড়ছে কাশ্মীর উপত্যকা। নিরাপত্তার কারণ দেখিয়ে আগেই অমরনাথ যাত্রীদের সরিয়ে এনেছে সরকার। এবার রবিবার মধ্যরাতেই রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করা হয়। হাউস-অ্যারেস্ট হয়েছেন ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি। একই সঙ্গে গৃহবন্দি করা হয় উপত্যকার অন্যতম বিচ্ছিন্নতাবাদী নেতা ফাজ্জাদ গনি লোনকেও। সরকারের এই নির্দেশিকা ঘিরে মধ্যরাতেই উত্তেজনা ছড়ায় কাশ্মীরে।

এদিকে হাউস অ্যারেস্ট হওয়ার আগেই টুইট করে নিজেদের গৃহবন্দি হওয়ার আশঙ্কা জানিয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি লিখে ছিলেন, যে কোনও মুহূর্তে হাউস অ্যারেস্ট হতে পারি। সরকার সেই প্রচেষ্টাই শুরু করেছে।

গৃহবন্দী দশা থেকে গ্রেফতার করা হলো জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও এনসি নেতা ওমর আবদুল্লাকে। রবিবার রাত থেকেই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিলো। গ্রেফতারের পর তাঁদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ ও রাজনীতিবিদ সাজ্জাদ লোনকেও গৃহবন্দি রাখা হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*