কত কান্ড কাশ্মীরে

Spread the love

মাসানুর রহমান,

★ অগ্নিগর্ভ কাশ্মীর, বন্ধ ফোন ও ইন্টারনেট পরিষেবা।

★ওমর আব্দুল্লা, মেহবুবা মুফতি গ্রেফতার।

★ কাশ্মীর নিয়ে তুমুল হইচই রাজ্যসভায়।

★ জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রস্তাবে সিলমোহর রাষ্ট্রপতির।

★ কাশ্মীরের স্পেশ্যাল স্ট্যাটাস রদ, বাতিল ৩৭০ ধারা।

★ কাশ্মীরে বাতিল ৩৫A ধারাও।

★ সংবিধান ছেঁড়ার চেষ্টার অভিযোগ, ২ সাংসদকে রাজ্যসভা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ চেয়ারম্যানের।

★ জম্মু কাশ্মীর কে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হলো। জম্মু-কাশ্মীর ও লাদাখ।

★ জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হলো রাজ্যসভায়।

★ রাজ্যসভায় পাশ হলো জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল।

★ পক্ষে ভোট দিয়েছে বিজেপি, এ আই এ ডি এম কে, এল জি পি, আর পি আই, আকালি দল, শিবসেনা, টি আর এস, বিজেডি, টি ডি পি, আপ, বি এস পি।

★ বিপক্ষে ভোট দিয়েছে কংগ্রেস, আর জে ডি, ডি এম কে, সিপিএম, সি পি আই, মুসলিম লীগ, কেরালা কংগ্রেস, এম ডি এম কে।

★তৃণমূল কংগ্রেস কক্ষ ত্যাগ করে।

★ অমিত শাহ্কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

★ মোদী ও অমিত শাহকে শুভেচ্ছা জানালেন আডবানি।

★ ৩৭০ ধারা প্রত্যাহারের খবরেই চাঙ্গা শেয়ার বাজার।

★ জম্মু ও কাশ্মীরের মাথা কেটে দিলো কেন্দ্রঃ গুলাম নবি আজাদ।

★ ভারতীয় গণতন্ত্রের কালো দিনঃ মেহবুবা মুফতি।

★ কেন্দ্রের জম্মু-কাশ্মীর সিদ্ধান্তকে স্বাগত জানালেন কেজরিওয়াল।

★ পাঁচবছর সময় দিন, আমরা কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলবোঃ অমিত শাহ।

★ ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত, জাতীয় ঐক্য দৃঢ় হবে; ৩৭০ ধারা নিয়ে বিবৃতি লালকৃষ্ণ আডবানীর।

★ কাশ্মীরে নতুন করে ৮ হাজার সেনা মোতায়েন করলো কেন্দ্র।

★ স্থল ও বায়ুসেনাকে সদা সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রের।

★ সব রাজ্যকে অ্যালার্ট করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

★ পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মু-কাশ্মীর যাচ্ছেন অজিত ডোভাল।

★ শ্রীনগরে গ্রেপ্তার মেহবুবা মুফতি।

★ মেহবুবার পর ওমর আবদুল্লা ও পুলিশ কাস্টডিতে।

★ অবৈধ, পরিস্থিতির অবনতি হবে; কাশ্মীর নিয়ে মন্তব্য ইমরান খানের।

★এক দেশে দুই নিশান, দুই সংবিধান আর নয়, কাশ্মীর নিয়ে ট্যুইট অমিত শাহের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*