Article ৩৭০ এবং ৩৫A প্রত্যাহারের জের; ৭ আগস্ট থেকে লাগাতার আন্দোলন বামেদের

Spread the love

আগামী ৭ আগস্ট থেকে মোদী সরকারের বিরুদ্ধে Article ৩৭০ এবং ৩৫A নিয়ে রাস্তায় নামতে চলেছে বামপন্থী রাজনৈতিক দলগুলি। প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত সোমবার জানিয়েছেন, মোদী সরকার ঠান্ডা মাথায় দেশের গণতন্ত্রকে খুন করেছেন। দেশের ধর্ম নিরপেক্ষতার পক্ষে এই সরকার বিপদজ্জনক।

এদিকে সোমবার দিল্লির পার্লামেন্ট ষ্ট্রিট থেকে শুরু হওয়া মিছিলে হাঁটেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, নেত্রী বৃন্দা কারাট, সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সিপিএম নেতা এমএ বেবি, প্রকাশ কারাট, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা সহ অন্যান্য নেতারা। উল্লেখ্য, কাশ্মীরে ইচ্ছা করেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে দেশজুড়ে অশান্তি ছড়ানোর যে চক্রান্ত মোদী সরকার করছে তার প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছে সমাজের সর্ব স্তরের মানুষ। কলকাতাতেও পড়েছে সেই আঁচ।

এদিন বিকাল ৪টে নাগাদ ধর্মতলায় লেনিন মূর্তি থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিলে সামিল হয়েছিলেন শহরের জনতা। মিছিলে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সিপিএম নেতা মহম্মদ সেলিম ও অনন্যরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*