গতকালই কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়া হয়েছে। এখনকার অবস্থা সম্পর্কে সেনা সূত্রে জানানো হয়েছে যে, আফগানিস্তান সীমান্ত থেকে সেনা নিয়ে ভারত সীমান্তে সেনার সংখ্যা বাড়াতে পারে পাকিস্তান। এমনকী মঙ্গলবার থেকেই হয়তো ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবর্ষণ হতে পারে সীমান্তে।
সেনাবাহিনীর এক অধিকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ভারতের এই সিদ্ধান্তের পরেই নড়েচড়ে বসেছে পাকিস্তান। পরবর্তী পরিকল্পনা তৈরি করতে ৩-৪ দিন সময় লাগতে পারে পাকিস্তানের। আমরা সবকিছুর উপর কড়া নজর রাখছি। পাকিস্তানের তরফে কিছু করার চেষ্টা হলে আমরাও জবাব দেব।” তিনি আরও বলেন, “আফগান সীমান্ত থেকে সেনা সরিয়ে তা কাশ্মীরে নিয়ে আসতে পারে পাকিস্তান। এই পদ্ধতিতে আমেরিকার উপরেও চাপ সৃষ্টি করতে পারে পাকিস্তান। কারণ এই মুহূর্তে তারা আগফানদের সঙ্গে চুক্তি করতে চাইছে।”
Be the first to comment