গণতান্ত্রিক পদ্ধতিতে কোনও কাজ করা হয়নিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ছবি- এএনআই

ভিডিও সৌজন্যে- কলকাতা টিভির ফেসবুক পেজ

যে পদ্ধতিতে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়েছে সোমবার তার প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূলের সাংসদরা ৷ এবার কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের কড়া সমালোচনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জম্মু-কাশ্মীরের নাগরিকদের নিজের ভাই-বোন সম্বোধন করে মমতার দাবি, পুরো বিষয়টাই দেখেছি ৷ গণতান্ত্রিক পদ্ধতিতে কোনও কাজ করা হয়নি ৷

মঙ্গলবার চেন্নাই যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে সরব হন মমতা ৷ তবে বিলটির তাৎপর্য নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি ৷ তাঁর কথায়, বিলের মেরিট নিয়ে আমি কোনও কথা বলছি না। কিন্তু, যে ভাবে ৩৭০ তুলে দেওয়া হলো তা ঠিক হয়নি। আমরা এই বিলের তুলে দেওয়ার পক্ষে নই। ৩৭০ তুলে দেওয়ার পক্ষে নেই। সংসদে তৃণমূল যে এই ধারা তুলে দেওয়ার পক্ষে ভোট করছে না, সে কথাও স্পষ্ট করে দেন মমতা। তাঁর কথায়, আমরা যদি এর পক্ষে যাই তাহলে সংসদে সেটা রেকর্ড থেকে যাবে। সমস্ত রাজনৈতিক দলকে এক সঙ্গে নিয়ে সরকার এই কাজ করতে পারতো। কিন্তু সরকার যে ভাবে তাড়াহুড়ো করে সব কিছু করে দিল আমরা সেই প্রক্রিয়ার বিরুদ্ধে।

পাশাপাশি, কাশ্মীরে কারফিউ বলবৎ থাকা এবং দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের প্রসঙ্গেও এ দিন মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ মমতার দাবি, ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতি সন্ত্রাসবাদী নন। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে ওঁদের ছেড়ে দেওয়া উচিত ৷ কাশ্মীর জুড়ে কারফিউ জারি করা হয়েছে ৷ দ্রুত সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি ঠিক করা দরকার। মমতা মনে করেন, উপত্যকার মানুষের সঙ্গে আলোচনা করে, তাদের মতামত নিয়ে সরকার পদক্ষেপ করলে অনেক ভালো কাজ হত ৷

https://www.facebook.com/koltvnews/videos/509493506471406/?t=39

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*