ফাইল ছবি,
সব্যসাচী দত্ত ও তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠলো নারায়ণপুর এলাকা। তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। প্রতিবাদে মঙ্গলবার চিনার পার্কে অবরোধ করা হয়। অবরোধ ওঠার পর পাল্টা হামলার অভিযোগ করা হয়। গুলি-বোমাবাজি চলে বলে অভিযোগ উঠেছে। দু’পক্ষের বিরুদ্ধেই অভিযোগ করেছেন স্থানীয়দের একাংশ। এদিকে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ঘটনাস্থল থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানির অভিযোগ আনে সব্যসাচী দত্তের অনুগামীরা। প্রতিবাদে মঙ্গলবার চিনার পার্কে অবরোধ করা হয়। সেই ঘটনায় প্রথমে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর অবরোধ ওঠার পর হামলার অভিযোগ ওঠে। গোষ্ঠী সংঘর্ষে গুলি-বোমাবাজি চলে বলে অভিযোগ উঠেছে। তাপস অনুগামীদের দাবি, তাঁরা কেউ এ ঘটনায় জড়িত নয়। অন্যদিকে, তাপস অনুগামীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন সব্যসাচীর অনুগামীরা।
Be the first to comment