জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলটি আইনে পরিণত হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সোমবার রাজ্যসভায় পাশ হওয়ার পর মঙ্গলবার লোকসভায় পাশ হল বিলটি। এর ফলে জম্মু ও কাশ্মীর ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে। দু’টি জায়গাতেই থাকবেন লেফটেনন্ট গভর্নর ৷ কেন্দ্রশাসিত অঞ্চল হলেও জম্মু ও কাশ্মীরে ১০৭ আসন বিশিষ্ট বিধানসভা থাকবে। তবে আগের মতো তার মেয়াদ ৬ বছর নয়, বরং হবে ৫ বছর। আজ লোকসভায় বিলটির পক্ষে ভোট পড়ে ৩৭০টি এবং বিপক্ষে ভোট পড়ে ৭০টি ৷
এর আগে সোমবার বিরোধীদের হট্টগোলের মধ্যে রাজ্যসভায় পাশ হয় বিলটি। বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। বিপক্ষে ভোট পড়ে ৬১টি। বিলের পক্ষে সরকার সমর্থন পায়, মায়াবতীর BSP, নবীন পট্টনায়েকের BJD, অরবিন্দ কেজরিওয়ালের AAP, জগনমোহন রেড্ডির YSR কংগ্রেস, AIADMK, শিবসেনা, TRS ও TDP-র । রাজ্যসভার পরে আজ লোকসভাতেও বিলটির পক্ষে দাঁড়ায় এই দলগুলি ।
বিলটির স্বপক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লাদাখ ডিভিশনের মানুষ অনেক দিনের দাবি, যাতে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। তাই লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে, সেখানে কোনও বিধানসভা থাকবে না। তিনি আরও বলেন, উন্নয়নের জন্যই লাদাখ ও কাশ্মীরের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷
Be the first to comment