হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ভারতবর্ষের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আজ অর্থাৎ মঙ্গলবার রাত ১১টা নাগাদ দিল্লির এইমস হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ রাত ১০টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। সাথে সাথেই তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমস হাসপাতালে। ১০টা ২০ নাগাদ তাঁকে ভর্তি করা হয় ইমারজেন্সিতে। তারপর অনেক চেষ্টা করেও ডাক্তাররা তাঁকে বাঁচাতে পারেননি এবং মৃত্যু হয় তাঁর। জানা যায় এদিকে আজ সন্ধ্যা ৭টায় কাশ্মীর প্রসঙ্গে টুইটটি করেন তিনি। সেই টুইটে প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “ধন্যবাদ প্রধানমন্ত্রীজি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই দিনটা দেখার জন্যই বসেছিলাম।”
এদিকে সুষমা স্বরাজের প্রয়াণের খবর পেয়ে টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী সহ বিশিষ্টরা। বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা জানান, শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বাসভবনেই রাখা হবে তাঁর মৃতদেহ ৷ এরপর বেলা ১২টা নাগাদ নিয়ে যাওয়া হবে দলের সদর দপ্তরে ৷ সেখান থেকে বিকেল ৩টে নাগাদ নিয়ে যাওয়া হবে লোধি রোড শ্মশানঘাটে ৷ সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷
দেখুন ভিডিও!
দেখুন ছবি-
Be the first to comment