মহিলা রাজনীতিবিদদের কাছে রোল মডেল ছিলেন সুষমাঃ লালকৃষ্ণ আডবানি

Spread the love

লালকৃষ্ণ আডবানির ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে শোকবার্তা লিখলেন আডবানি ৷ সুষমাজি’র প্রয়াণে স্বভাবতই অত্যন্ত মর্মাহত তিনি ৷ জানালেন, দেশ একজন অন্যতম নেত্রীকে হারালো ৷ ওঁর কন্যা, স্বামীসহ পরিবারের সব সদস্যদের সমবেদনা জানাই ৷ পাশাপাশি সুষমার অনুপস্থিতি মনে গভীর প্রভাব ফেলবে বলেও উল্লেখ করেন তিনি ৷ লালকৃষ্ণ আডবানি শোকবার্তায় লিখেছেন, তাঁর অন্যতম ঘনিষ্ঠ সহকর্মীর মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক ৷

আটের দশকে বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন আডবানি, সেই সময় একজন তরুণ কর্মীকে আডবানি নিয়ে আসেন দলে ৷ ধীরে ধীরে সুষমা হয়ে উঠলেন অত্যন্ত জনপ্রিয় ও দাপুটে নেত্রী ৷ বিশেষ করে মহিলা রাজনীতিবিদদের কাছে রোল মডেল ছিলেন সুষমা, মত লালকৃষ্ণ আডবানির ৷ সুষমা অত্যন্ত বাগ্মী ছিলেন, এছাড়াও স্মৃতিশক্তি ছিল প্রখর, এত স্পষ্ট ও নিখুঁতভাবে সুষমা সবকিছু মনে রাখতে পারতেন, তা ছিল অবাক করার মতোই, লিখেছেন আডবানি ৷

মানুষ সুষমারও ভূয়সী প্রশংসা করে তিনি লিখেছেন, এত উষ্ণতা, এত সৌজন্য ছিল ওঁর ব্যবহারে ৷ জন্মদিনে প্রিয় চকোলেট কেক পাঠাতে সুষমা কখনও ভোলেননি, কন্যাসমা সুষমাজিকে নিয়ে এমনটাই স্মৃতি রোমন্থন করেছেন প্রবীণ এই বিজেপি নেতা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*