৩৭০ ধারা প্রত্যাহারের পর শ্রীনগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারীর মৃত্যু হলো ৷ এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীর জুড়ে রাজনৈতিক নেতা-সহ ১০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পুলিশ নিশ্চিত করেছে ৷ প্রসঙ্গত, পাকিস্তানি-আমেরিকান কমিউনিটি-সহ বেশ কয়েকটি মুসলিম সংগঠন ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে ৷
কাশ্মীরের এক পুলিশ অফিসার জানান, একজন বিক্ষোভকারী যুবক মারা গিয়েছে ৷ সে ঝিলম নদীতে ঝাঁপ দেয় এবং মারা যায়। গোটা জম্মু-কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে ৷ মোবাইল পরিষেবা, ইন্টারনেট বিপর্যস্ত। এদিকে সংবাদ সংস্থা পিটিআই-কে জম্মু-কাশ্মীরের প্রশাসন জানিয়েছে, ১০০ জনের বেশি গ্রেফতার করা হয়েছে ৷ তাদের মধ্যে রাজনৈতিক নেতাও রয়েছেন ৷
Be the first to comment