রবিবার দিল্লীর ফিরোজ শাহ কোটলাতে ভারত শ্রীলঙ্কার তৃতীয় তথা শেষ টেস্টের দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ১৩১। এর আগে ৭ উইকেটে ৫৩৬ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। এখনও ভারতের থেকে ৪০৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। গতকালে ৪ উইকেটে ৩৭১ রান নিয়ে খেলা শুরু করে ভারত। কোহলি ১৫৬ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে ছিলেন রোহিত শর্মা। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই কোহলি খুব তাড়াতাড়ি দ্বিশতরান পূর্ণ করেন। ২৩৮ বলে তিনি দ্বিশতরান করেন। এই নিয়ে কোহলি পরপর দুটি ইনিংসে দ্বিশতরান করলেন। এর আগে নাগপুরে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ২১৩ রান করেছিলেন। কলকাতায় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে।
কোহলি গত ১৭ মাসেই সবকটি দ্বিশতরান করলেন। অধিনায়ক হিসেবে ছয়টি দ্বিশতরান করে পিছনে ফেললেন ব্রায়ান লারাকে। প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ছয়টি দ্বিশতরানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। কোহলি ২৪৩ রানে আউট হয়ে যান। ২৮৭ বলের ইনিংসটি সাজানো রয়েছে ২৫ টি বাউন্ডারিতে।
এরপরেই বিতর্ক জুড়ে দেয় শ্রীলঙ্কা। লাঞ্চের পর দূষণ ও বাতাসের নিম্নমানের অভিযোগ তোলে বিপক্ষ ক্রিকেটাররা। তিনবার খেলা বন্ধ রাখতে হয়। মাঠে শ্রীলঙ্কা ক্রিকেটাররা মাস্ক পরে ফিল্ডিং করতে থাকেন। এর জন্য খেলার ২৬ মিনিট নষ্ট হয়। শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে না নামতে চাওয়ায় ইনিংসের ইতি টানতে বাধ্য হন অধিনায়ক কোহলি। ৫৩৬ রানে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। এরপর ব্যাটিং করতে নামলে কোনও দূষণজনিত সমস্যায় পড়তে দেখা যায়নি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। এক্ষেত্রে তাঁদের সমস্যা হয়ে দাঁড়ান ভারতীয় বোলাররা। শ্রীলঙ্কার ইনিংসের অরথম বলেই ওপেনার করুণারত্নেকে তুলে নেন মহম্মদ শামি। ০ রানে প্রথম উইকেটর পতন শ্রীলঙ্কার। দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ১৩১।
Be the first to comment