কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার ও জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করায় ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে একগুচ্ছ পাল্টা সিদ্ধান্ত নিলো পাকিস্তান ৷ বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অফিসে বৈঠক করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ৷ পাশাপাশি ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে ডেকে নিলো পাকিস্তান ৷ বুধবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে পাকিস্তান ৷ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও কমিয়ে ফেলছে তারা। এছাড়া ১৫ আগস্ট পাকিস্তানে কালা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে ৷
এদিন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ইমরান খান ছাড়াও ছিলেন পাক বিদেশমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী, মানবাধিকার মন্ত্রী, আইন মন্ত্রী, অর্থনৈতিক উপদেষ্টা-সহ ইসলামাবাদ সরকারের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
Be the first to comment