ডিএমকের আমন্ত্রণে চেন্নাই গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এম করুণানিধির মৃত্যুবার্ষিকীর এক বছর পূর্তি উপলক্ষ্যে করুণানিধির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা সহ অনেক নেতারা। মঙ্গলবার চেন্নাই আসার সময় কলকাতা বিমানবন্দরে জম্মু-কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রকে একহাত নিয়েছিলেন তিনি। আর বুধবারের অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কোনও রাখঢাক না রেখেই আবারও জম্মু-কাশ্মীর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন। মমতা বলেন, আমরা সত্যিই উদ্বিগ্ন। আমি ভেবেছিলাম আজকের অনুষ্ঠানে ফারুক আবদুল্লাহ জি উপস্থিত থাকবেন। তবে তিনি আসতে পারেন নি। আমি মঙ্গলবারই একটি ভিডিও দেখছিলাম যেখানে ফারুক আবদুল্লাহ কাঁদছেন। কাছেই ওঁর মেয়ের বাড়ি সেখানেও যেতে দেওয়া হচ্ছে না।
এছাড়া এদিন অনুষ্ঠানের পর করুণানিধির মূর্তি উন্মোচনের ছবি ট্যুইটারেও সকলের সাথে শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। করুণানিধি ভারতের অন্যতম সেরা রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ছিলেন, এমনটাই লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন ডিএমকে নেতা স্টালিন, পুদুচেরীর মুখ্যমন্ত্রী ভি নারায়নস্বামী সহ বিশিষ্টরা।
Be the first to comment