অনূর্দ্ধ ১৯, ২০১৮ ক্রিকেট বিশ্বকাপের অধিনায়ক হলেন পৃথ্বী শা

Spread the love

ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচকগণ অনূর্দ্ধ ১৯, ২০১৮ ক্রিকেট বিশ্বকাপের জন্য অধিনায়ক নির্বাচিত করলেন মুম্বাইয়ের বিষ্ময় যুব ক্রিকেটার পৃথ্বী শাকে। নির্বাচকরা অধিনায়কের সাথে সাথে এদিন ১৫ জনের দলও ঘোষণা করলেন। মোট ১৬টি দল নিয়ে নিউজিল্যান্ডে বিশ্বকাপের এই টুর্ণামেন্টটি হবে জানুয়ারীর ১৩ থেকে ফেব্রুয়ারীর ৩ তারিখ পর্যন্ত। ভারত এই টুর্ণামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল। অস্ট্রেলিয়ার মতই ভারত এই টুর্ণামেন্টে তিনবার চ্যাম্পিয়ান হয়েছে।
১৫ জনের ঘোষিত দলের ক্রিকেটারদের নিয়ে ব্যাঙ্গালোরে ক্যাম্প হবে ৮ই ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। মুম্বাইয়ের পৃথ্বী শা এবং বাংলার ঈষান পোড়েল রঞ্জি ট্রফির ম্যাচ থাকায় যোগ দেবে ১২ তারিখে। ভারত ২০০০, ২০০৮ এবং ২০১২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। দু’বছর আগে বাংলাদেশে হওয়া এই টুর্নামেন্টে রানার্স হয়েছিলো।
অনূর্দ্ধ ১৯ ভারতীয় দলঃ পৃথ্বী শা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), মঞ্জোৎ কালরা, হিমাংশু রানা, অভিষেক শর্মা, রিয়ান পরাগ, আরিয়ান জুয়েল (উইকেটকিপার), হার্ভিক দেশাই (উইকেটকিপার), শিভম মাভি, কমলেশ নাগারকোটি, ঈষান পোড়েল, আর্শদীপ সিং, অনুকুল রয়, শিভা সিং, পঙ্কজ যাদব। এছাড়াও ৪ জনকে স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*