চরম মন্দার কবলে গাড়ি শিল্প। গাড়ি কোম্পানির বড় এক্সিকিউটিভরা বলছেন, অতীতে গাড়ি ও মোটর সাইকেলের বিক্রি কখনও এত কমেছে কিনা সন্দেহ। যার ফলে বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকগুলো কারখানা। এবং এরফলে কমিয়ে ফেলা হয়েছে কর্মীর সংখ্যা। গাড়ি শিল্প সূত্রে খবর, গত এপ্রিল মাস থেকে ছাঁটাই হয়েছেন প্রায় সাড়ে তিন লক্ষ কর্মী।
হোন্ডা মোটরস, টাটা মোটরস এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তাদের কারখানায় কিছুদিনের জন্য উৎপাদন বন্ধ রেখেছে। দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি গত কয়েকমাসে ছয় শতাংশ কর্মী ছাঁটাই করেছে। মন্দার ভয়ে জাপানের ইয়ামাহা কোম্পানি ও গাড়ির যন্ত্রাংশ নির্মাতা দুই ফরাসী সংস্থা ভালিও এবং সুব্রোস ভারতে মোট ১৭০০ অস্থায়ী কর্মী ছাঁটাই করেছে। ভারতীয় সংস্থা ভি গি কৌশিকো ছাঁটাই করেছে ৫০০ জনকে।
Be the first to comment