৩৭০ ধারা প্রত্যাহারের জেরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ৷ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছে ইমরান খান সরকার। আর সেই বিষয়েই বৃহস্পতিবার মুখ খুললো ভারত। জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু ৷ সুতরাং এনিয়ে পাকিস্তানের নাক গলানোর কোনও প্রয়োজন নেই ৷ বিবৃতিতে একথাই স্পষ্ট জানিয়ে দেওয়া হল বিদেশমন্ত্রকের তরফে ৷ বিবৃতিতে বলা হয়, ৩৭০ ধারা সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতের সংবিধান সর্বদা সার্বভৌম ছিল, আছে ও থাকবে। তাই এই বিষয়ে হস্তক্ষেপ করে এই অঞ্চলে আতঙ্ক তৈরির প্রচেষ্টা কখনই সফল হবে না।
পাশাপাশি এদিন পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের সমালোচনা করা হয় বিদেশমন্ত্রকের তরফে ৷ বলা হয়, আমরা কয়েকটি রিপোর্টে দেখেছি, পাকিস্তান ভারতের সাথে দ্বিপক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কিছু একতরফা পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করার বিষয়টিও রয়েছে। তবে ভারত চায় যে, পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা করুক। ভারত সুস্থ ও স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পক্ষে।
এদিকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর পাকিস্তান যে আচরণ করছে তা প্রত্যাশিত ৷ তাও বিবৃতিতে জানিয়েছে বিদেশমন্ত্রক ৷ বলা হয়েছে, পাকিস্তানের এই মনোভাবে ভারত অবাক হয়নি। জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান করতে পারে এমন উন্নয়নমূলক উদ্যোগকে পাকিস্তান নেতিবাচকভাবে নেবে সেটাই স্বাভাবিক।
Be the first to comment