লাদাখের পৃথকীকরণকে স্বাগত জানালেন রাজা হরি সিংয়ের ছেলে করণ সিং

Spread the love

১৯৪৭ সালের ২৭ অক্টোবর। মহারাজা হরি সিং ভারতের সঙ্গে স্বাক্ষর করেন ইনস্ট্রুমেন্ট অফ অ্যকসেশন। ৫ আগস্ট রাজ্যসভায় দাঁড়িয়ে তাঁর ছেলে তথা কংগ্রেস সাংসদ করণ সিং জানিয়েছিলেন সেইদিন বাড়িতে ছিলেন তিনিও। সেই চুক্তিপত্র সইয়ের ৩ বছর পর ৩৭০ ধারা লাগু করা হয় জম্মু ও কাশ্মীরে। কয়েকদিন আগে সেই ধারা প্রত্যাহার করা হয়। পাশাপাশি পুনর্গঠন বিল পাশের মাধ্যমে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় লাদাখকে। লাদাখের পৃথকীকরণের সিদ্ধান্তকে স্বাগত জানালেন হরি সিংয়ের ছেলে করণ সিং।

করণ সিং বলেন, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার বিষয়টিকে আমি স্বাগত জানাচ্ছি। লিঙ্গ বৈষম্যমূলক ৩৫A ধারাটি প্রত্যাহার করায় ভালো হয়েছে। আমার মূল দাবি, জম্মু ও কাশ্মীরের সমস্ত অঞ্চলগুলিতে আরও কল্যাণমূলক কাজ হোক। পাশাপাশি আমি চাই লেহ ও কারগিলের হিল কাউন্সিগুলি তাদের কাজ জারি রাখুক।

এছাড়া জম্মু ও কাশ্মীরে নতুন করে হতে চলা আসন বিন্যাসকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই প্রথমবার জম্মু এলাকার সঙ্গে কাশ্মীরের রাজনৈতিক ক্ষমতার সামঞ্জস্য থাকবে। পাশাপাশি কাশ্মীর উপত্যকায় বন্দী থাকা রাজনৈতিক ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবিও তোলেন করণ সিং। বিবৃতিতে ৩৭০ ধারা প্রত্যাহার ও লাদাখের পৃথকীকরণ বিষয় ছাড়াও করণ সিং বলেন, ১৯৬৫ সালে আমি জম্মু ও কাশ্মীরের রাজা ছিলাম। সেই সময়ই আমি জম্মু ও কাশ্মীরের পুনর্গঠনের প্রস্তাব রেখেছিলাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*