নিজেদের আকাশপথ আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পাকিস্তান ৷ জানা গিয়েছে, ৬ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আকাশপথ আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ৷ কেউ কেউ আবার বলছেন, ভারত ফের এয়ারস্ট্রাইক চালাতে পারে ৷ এই আশঙ্কায় আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইমরান খান প্রশাসন ৷
উল্লেখ্য, বুধবারই জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই বৈঠকে কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের ঘোষণা নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকের পরই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করার কথা ঘোষণা করে পাকিস্তান ৷ ঘোষণা করা হয় দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও ৷ পাশাপাশি আকাশসীমা বন্ধ রাখার কথা জানানো হয় ৷ শুধুমাত্র রবিবার এই নির্দেশিকা কার্যকর থাকবে না।
আকাশপথ নিয়ে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ৬ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ২ টো ৪৫ মিনিট থেকে সকাল ১১ টা পর্যন্ত বন্ধ থাকবে আকাশপথ ৷ তবে, রবিবারে প্রযোজ্য হবে না এই বিধিনিষেধ ৷ লাহোর অঞ্চল দিয়ে যাওয়ার সময় ৮৬ হাজার ফুটের নিচে ওড়ানো যাবে না বিদেশি বিমান ৷ আফগানিস্তানের আকাশসীমা থেকে আসা বিমানকে বিকল্প রুটে যাওয়ার কথা বলা হয়েছে ৷ যদিও পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে ভারত চিন্তিত নয় ৷ এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, এতে কোনও প্রভাব পড়বে না।
Be the first to comment