বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞদের মতে, এই ভাষণে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার সম্পর্কিত কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। আজ রাত ৮টায় অল ইন্ডিয়া রেডিয়োয় এই ভাষণ সম্প্রচারিত হবে। প্রসঙ্গত, প্রথমে ভাষণের সময় বিকাল ৪টে বলে টুইট করে অল ইন্ডিয়া রেডিয়ো। পরে সময় পরিবর্তন হয়।
এর আগে ২৮ জুলাই ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের বিষয়ে বলেছিলেন, বন্দুক ও বোমার থেকে উন্নয়ন বেশি শক্তিশালী। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে কাশ্মীরি ভাই-বোনেরা প্রমাণ করলেন যে তাঁরা সুষ্ঠ প্রশাসন চান।
Be the first to comment