বৃহস্পতিবার কাশ্মীরের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল কাশ্মীরের কংগ্রেস নেতা তথা রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের ৷ আর তাঁকেই ঢুকতেই দেওয়া হল না শ্রীনগরে ৷ এদিন বিমানবন্দরেই আটকে দেওয়া হল গুলাম নবি আজাদকে ৷ এদিন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে ঘোষণা করেছিলেন, আমরা কাশ্মীরিদের এগিয়ে নিয়ে যাবো আলিঙ্গন করে ৷ বুলেট দিয়ে নয় ৷ কিন্তু বর্তমানে কাশ্মীরের অবস্থা কনসেনস্ট্রেশন ক্যাম্পের মতো ৷ মোবাইল কানেকশন নেই, ইন্টারনেট নেই, অমরনাথের তীর্থযাত্রীরা নেই। কী হচ্ছে ওখানে?
গুলাম নবি আজাদকে ঢুকতে না দেওয়ার ঘটনায় কেন্দ্রের বক্তব্য, আমরা সব পরিস্থিতির দিকে নজর রাখছি ৷ উনি (গুলাম নবি আজাদ) কাশ্মীরে ঢুকলে সমস্যা হতে পারে ৷ ওঁকে নিরাপদে রাখার দায়িত্ব রাজ্য প্রশাসনের ৷ ওঁকে নিরাপদ স্থানে রাখবে নাকি দিল্লি ফেরত পাঠাবে, সম্পূর্ণ রাজ্য প্রশাসনের বিষয়।
Be the first to comment