বিজেপিতে যোগ দেওয়া চার কাউন্সিলর ফিরলেন তৃণমূলে। চারজন কাউন্সিলর পুনরায় দলে ফিরে আসতেই ১৪ জন কাউন্সিলর অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় বনগাঁ পুরসভার ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস।
বনগাঁ পুরসভার মোট আসন ২২টি। একজন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। ফলে এখন মোট কাউন্সিলর সংখ্যা ২১। ১১ জন কাউন্সিলর যোগ দিয়েছিলেন বিজেপি-তে। ফলে তৃণমূলের সংখ্যা হয়ে যায় ১০। ম্যাজিক ফিগার পেয়ে যায় বিজেপি। ৪ জন ফিরে আসায় আবার স্বমহিমায় তৃণমূল কংগ্রেস।
দলে ফেরা চার কাউন্সিলরকে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও খাদ্যমন্ত্রী তথা তৃণমূলের উত্তর চব্বিশপরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। সাংবাদিক সম্মেলনে পুরমন্ত্রী বলেন, “দলের কর্মী, সৈনিকদের দলে ফিরিয়ে নেওয়া হবে। কিন্তু দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, সেই মির্জাফরদের কোনও জায়গা নেই।” একইসঙ্গে তাঁর দাবি, এই চারজন তৃণমূলে ফেরায়, বনগাঁ পুরসভার দখল রইল তৃণমূলের হাতেই।
Be the first to comment