গুজব ছড়াবেন না, হাঙ্গামা বাধানোর চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ-প্রশাসন

Spread the love

নবান্নের সভা ঘরে আজকের বৈঠক শেষে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য বলেন, মহরমের দিন অর্থাৎ একাদশীতে পরিবেশ, পরিস্থিতির উপর বিচার করে যেখানে উচিত সেখানে পারমিশন দেওয়া হবে, যেখানে পরিস্থিতি অনুকুল নয় সেখানে দেওয়া হবে।

ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ বলেন, দুর্গাপুজো, মহরম এবং অন্যান্য পুজো আসন্ন। প্রস্তুতিও সম্পন্ন। কলকাতা ও রাজ্য পুলিশ তৈরি। কলকাতা এবং রাজ্য পুলিশের এলাকায় ৩০ হাজার বারোয়ারি পুজো হয়। সম সংখ্যক পুজো হয় বাড়িতে। পুলিশের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নিরাপত্তার জন্য সমস্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে। আজকের মিটিং-এ পুজো ও মহরম নিয়ে সংহতি, সম্প্রীতি বজায় রাখার জন্য বলা হয়েছে। এই পুজোর সময় বাইরে থেকে বেশ কিছু মানুষ রাজ্যে আসেন। বাইরে থেকে কিছু মানুষ হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করতে পারে। সে বিষয়ে আমরা কড়া নজর রাখছি। অশান্তি, বিশৃঙ্খলা করার চেষ্টা হলে কড়া হাতে মোকাবিলা করবো।

স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য রাজ্যবাসীর কাছে বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, গুজবে কান দেবেন না। গুজব ছড়াতে দেবেন না। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে এমন কোনও পোস্ট যাচাই না করে ফরওয়ার্ড করবেন না। প্রত্যেকটি খবরকে যাচাই করুন। ১০০, ১০৯০, ১০৭৩ নম্বরে ফোন করে ঘটনা যাচাই করে নিন। রাজ্যবাসী নিজের নিজের এলাকার থানার ফোন নম্বর রেখে দিন। সাংবাদিকরাও থানার ফোন নম্বর রেখে দিন। কোনও সমস্যা হলে থানায় ফোন করুন। কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার বলেন, সোশ্যাল মিডিয়ার গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেবো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*