খুব শীঘ্রই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে, কাশ্মীরবাসী পাবেন নতুন মুখ্যমন্ত্রীঃ নরেন্দ্র মোদী

Spread the love

দীর্ঘদিন ধরে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল ৷ সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের ফলে সেখানে উন্নয়নের আলো ছড়িয়ে পড়বে ৷ বৃহস্পতিবার দেশবাসীকে এক নতুন জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নির্মাণের আহ্বান জানিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷

পাশাপাশি এদিন নরেন্দ্র মোদী বলেন খুব শীঘ্রই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে। কাশ্মীরবাসীই তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন ৷ মোদী জানান, জম্মু-কাশ্মীর সরকার ও তার মুখ্যমন্ত্রী হবেন মানুষের জন্য, নির্বাচিত হবেন মানুষের দ্বারা, কাজ করবেন মানুষের স্বার্থে ৷ কাশ্মীরের যুব সম্প্রদায়ের জন্য নতুন কর্মসংস্থান তৈরি হবে ৷ দেশের বাকি রাজ্য যে সব সরকারি সুবিধা পায়, কাশ্মীরবাসীও সেই সমস্ত সুযোগ সুবিধা পাবেন ৷ জম্মু-কাশ্মীর কিছু দিন কেন্দ্রের অধীনে থাকবে ৷ তারপর সেখানে বিধানসভা নির্বাচন হবে ৷ নিজেদের জনপ্রতিনিধি নিজেরাই বাছবেন কাশ্মীরবাসী ৷

নমো জানান, দেশের সব নাগরিক এখন সমান ৷ ৩০ বছরে ৪২ হাজার মানুষ মারা গিয়েছেন ৷ এ বার কাশ্মীরে নতুন সূর্যোদয় হল ৷ সন্ত্রাসবাদের অতীত পিছনে ফেলে নতুন কাশ্মীর গড়া হবে ৷ তবে এদিন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে প্রথমেই প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে কাশ্মীরে পাকিস্তানের বিরুদ্ধে আতঙ্কবাদ ছড়ানোর চেষ্টার অভিযোগ ৷ তিনি বলেন, এখন থেকে জনতাই সন্ত্রাসবাদীদের জবাব দেবে ৷ দীর্ঘদিন ধরে কাশ্মীরকে অশান্ত করে রাখার জবাব এবার পাবে পাকিস্তান ৷

পাশাপাশি এদিনের ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস, পরিবারতন্ত্র আর দুর্নীতি ছাড়া ৭০ বছরে কিছুই পায়নি জম্মু-কাশ্মীর। কাশ্মীরের মানুষকে ব্যবহার করতো পাকিস্তান ৷ ১০০ কোটির জন্য যে আইন ছিল ৷ জম্মু-কাশ্মীরে সেই আইন ছিল না ৷ দেড় কোটি মানুষ বঞ্চিত ছিলেন ৷ তবে মোদী এদিন আশ্বাস দিয়ে বলেন, কাশ্মীরে শীঘ্রই সরকারি নিয়োগ শুরু হবে ৷ সেনা-আধাসেনাতেও নিয়োগের প্রক্রিয়া শুরু হবে ৷ অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলের মতোই সুযোগ-সুবিধা পাবেন জম্মু-কাশ্মীরের সরকারি কর্মী ও পুলিশ কর্মীরা ৷ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কর্মসংস্থান তৈরিতে জোর দেওয়া হবে ৷ 

প্রসঙ্গত, ৫ আগস্ট অর্থাৎ সোমবার জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করা হয় ৷ ৩৭০ ধারার এক নম্বর উপধারা প্রয়োগ করে জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ পরে রাজ্যসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আরসেই বিলেই জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয় ৷ বিরোধীদের হট্টগোল সত্ত্বেও সংসদের উচ্চকক্ষে বিলটি পাশ করাতে সরকারকে বিশেষ বেগ পেতে হয়নি ৷ পরদিন লোকসভাতেও সহজেই বিলটি পাশ হয়ে যায় ৷ এরপর বৃহস্পতিবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন নরেন্দ্র মোদী ৷ তাঁর ভাষণের পুরোটা জুড়েই ছিল ৩৭০ ধারা প্রত্যাহার ও জম্মু-কাশ্মীর এবং লাদাখের উন্নয়ন ৷

এদিন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

শুনুন!

https://www.facebook.com/narendramodi/videos/356486758599479/?t=756

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*