অবশেষে ওয়াঘা সীমান্ত পেরিয়ে দিল্লি পোঁছালো সমঝোতা এক্সপ্রেস ; হাফ ছেড়ে বাঁচল যাত্রীরা

Spread the love

এক দীর্ঘ উদ্বেগ ও উৎকণ্ঠার প্রহর কাটিয়ে অবশেষে দিল্লিতে পৌঁছালো সমঝোতা এক্সপ্রেস। নিরাপত্তার কারণ দেখিয়ে আটারি সীমান্তে আটকে দেওয়া হয় এই ট্রেন, পরে ভারতীয় চালক ও গার্ডের একটি দল গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই সমস্যার মুখে পড়ে ট্রেনের ভিতরেই আটকে পড়েন ১১৭ জন যাত্রী। যাঁদের মধ্যে আবার ৪৮ জন ছিলেন পাকিস্তানি।

সূত্র থেকে জানা যায়, ওয়াঘা সীমান্তে আসতেই ট্রেনের পাকিস্তানি গার্ড, চালক ও অন্যান্য কর্মীরা ভারতে ঢুকতে অস্বীকার করেন। তখন ওয়াঘার স্টেশন মাস্টার প্রথমে ভারত সরকারকে চিঠি লিখে জানান, পাকিস্তানের রেলকর্মীরা সমঝোতা এক্সপ্রেস নিয়ে ভারতে ঢুকতে চাইছেন না। তাই ভারত ট্রেনটিকে আনার জন্য কয়েকজন রেলকর্মী পাঠাক। তাঁদের যেন পাসপোর্ট ও ভিসা থাকে।

অবশেষে দিল্লি এসে পৌঁছায় সমঝোতা এক্সপ্রেস। প্রসঙ্গত, শিমলা চুক্তির পর ১৯৭৬ সালের ২২ জুলাই দু’দেশের মধ্যে চালু হয়েছিল এই ট্রেন পরিষেবা। তবে গতকাল থেকে বন্ধ হয়ে গেল কিনা সেবিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*