প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন সম্মান প্রদান; অনুষ্ঠানে গরহাজির সোনিয়া, রাহুল ও মনমোহন

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুসহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন। কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে গরহাজির ছিলেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও দেখা যায়নি রাষ্ট্রপতি ভবনে। এদিকে জানা গেছে বৃহস্পতিবারের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাহুল গান্ধী। তাঁর অনুপস্থিতির কারণ জানা যায়নি। তবে গান্ধী পরিবাররে কেউ উপস্থিত না থাকলেও কংগ্রেস নেতা আনন্দ শর্মা, আহমেদ প্যাটেলসহ অন্য কংগ্রেসের নেতা-নেত্রী উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।

লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলের পর কংগ্রেস সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্তের ঘোষণা করেন রাহুল গান্ধী। আর সেই থেকেই প্রকাশ্যে রাহুলকে খুব কম দেখা যাচ্ছে। উল্লেখ্য, ২০১৮ সালের জুন মাসে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS)-র একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। সেই সিদ্ধান্ত কংগ্রেস নেতৃত্ব ভালোভাবে নেয়নি। কয়েকজন নেতা তো প্রাক্তন রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের জন্য হতাশা প্রকাশ করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, নির্বাচনের আগে একজন অসাম্প্রদায়িক ভাবমূর্তির ব্যক্তির এই জাতীয় অনুষ্ঠানে অংশ নেওয়া বেমানান। যদিও সমালোচনার পরও প্রাক্তন রাষ্ট্রপতি আরএসএস-এর সভায় উপস্থিত হয়ে বহুত্ববাদ ও সহনশীলতা সম্পর্কে ভাষণ দেন।

এবছর প্রয়াত গায়ক ভূপেন হাজারিকা ও আরএসএস নেতা নানাজি দেশমুখ মরণোত্তর ভারতরত্ন পান। ভূপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকা ভারতরত্ন সম্মান গ্রহণ করেন। অন্যদিকে দীনদয়াল রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান বীরেন্দ্রজিৎ সিং নানাজি দেশমুখের হয়ে ভারতরত্ন গ্রহণ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*