রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে লেখা চিঠিতে ফ্রেট করিডর নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন তিনি ৷ “ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর”-এর তৃতীয় পর্যায়ের কাজ কেন রেল মন্ত্রক করছে না, তা নিয়েই চিঠিটি লিখেছেন মমতা ৷
শুক্রবার কেন্দ্রীয় রেলমন্ত্রীকে মমতা প্রশ্ন করেন পূর্বাঞ্চলের পণ্যবাহী রেল করিডরের যে ডানকুনি পর্যন্ত সম্প্রসারণের কথা ছিল, তা কি অনিশ্চিত? এ ব্যাপারে রাজ্য সরকার জমি অধিগ্রহণ শুরু করে দিলেও রেল মন্ত্রক কেন কোনও সাড়া দিচ্ছেনা?
মুখ্যমন্ত্রী চিঠিতে আরও লিখেছেন, পূর্বাঞ্চলের পণ্যবাহী রেল করিডর প্রথম পর্যায়ে লুধিয়ানা থেকে মোগলসরাই পর্যন্ত আসার কথা। তারপর দ্বিতীয় পর্যায়ে সেই করিডর আরও ১২৬ কিলোমিটার সম্প্রসারিত করে বিহারের সোননগর পর্যন্ত যাবে। সেখান থেকে আরও ৫৩৮ কিলোমিটার পর্যন্ত তার সম্প্রসারণ ঘটিয়ে ডানকুনি পর্যন্ত পৌঁছনোর কথা ছিল। কিন্তু দেখে মনে হচ্ছে, তৃতীয় পর্যায়ের কাজ একেবারেই অনিশ্চিত।
Be the first to comment