বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিকাশ ভবন অভিযান, গ্রেফতার ২০০ শিক্ষাবন্ধু

Spread the love

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে শুক্রবার বিকাশ ভবন অভিযানে সামিল হয়েছিলো শিক্ষাবন্ধুরা ৷ কিন্তু, এদিন তাদের পথ আটকায় পুলিশ ৷ আর এরপরই দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ ৷ গ্রেপ্তার করা হয় ২০০ শিক্ষাবন্ধুকে ৷

প্রসঙ্গত, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সর্বশিক্ষা মিশনের কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারিত হয়েছে কিন্তু, শিক্ষাবন্ধুদের ক্ষেত্রে তা হয়নি ৷ সর্বশিক্ষা মিশনের অধীনে ক্লাস এইট পাশ গ্রুপ-ডি কর্মীরা ১৫ হাজার বেতন পান ৷ উচ্চ-মাধ্যমিক পাশ গ্রুপ-সি কর্মীদের বেতন ১৯ হাজার টাকা ৷ আর সেখানে তারা ৭ হাজার ৩৩৬ টাকা পান বলে দাবি শিক্ষাবন্ধুদের।

আর সেজন্যই পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু যৌথ মঞ্চ নামে একটি সংগঠনের ব্যানারে শুক্রবার বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয় ৷ দুপুর ১টা নাগাদ করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে মিছিল করে বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি ছিল তাদের ৷ সেইমতো আজ দুপুরে পিএনবি মোড়ে জমায়েতের জন্য সল্টলেক ২ নম্বর গেট দিয়ে যাচ্ছিল শিক্ষাবন্ধুদের মিছিল ৷ মিছিল পিএনবি মোড়ের কাছে তাদের আটকায় পুলিশ ৷ প্রতিবাদে রাস্তায় বসে পড়ে তারা ৷ ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে ৷ তাদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় জলকামানও ৷

পুলিশের বিরুদ্ধে কয়েকজনকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া এবং লাঠিচার্জের অভিযোগ এনেছে শিক্ষাবন্ধু যৌথ মঞ্চ। পরে পুলিশ ২০০ জনের বেশি শিক্ষাবন্ধুকে গ্রেফতার করে ৷ তবে পুলিশ জানিয়েছে অভিযানের জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি ৷ সেকারনেই পথ আটকানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*