অসংবেদনশীল মন্তব্য করা থেকে বিরত থাকুন; নাম না করে খট্টরকে বার্তা মমতার

Spread the love

নাম না করে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে নিজের পদের কথা স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জম্মু ও কাশ্মীর নিয়ে অসংবেদনশীল মন্তব্য থেকে বিরত থাকারও আবেদন জানান তিনি। শনিবার টুইট করে মমতা লেখেন, উচ্চপদে অধিষ্ঠিত লোকদের জম্মু ও কাশ্মীরের মানুষ সম্পর্কে অসংবেদনশীল মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। এগুলি কেবল জম্মু ও কাশ্মীরের জন্য নয়, সমগ্র জাতির জন্য ক্ষতিকর।

প্রসঙ্গত, এর আগে কাশ্মীরি মহিলাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। শুক্রবার ফতেহাবাদে মহাঋষি ভগীরথ জয়ন্তী সমারোহ অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপি নেতা তথা হরিয়ানার মুখ্যমন্ত্রী। আর সেখানেই তিনি জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার প্রসঙ্গ তুলে মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। খট্টর বলেন, “আমাদের মন্ত্রী ওপি ধনকড় বলেছেন, তিনি বিহার থেকে পূত্রবধূ নিয়ে আসবেন। তবে মানুষ এখন বলছে, কাশ্মীরের রাস্তা তো পরিষ্কার। তাই কাশ্মীর থেকেই বিয়ের জন্য মেয়ে নিয়ে আসা যায়।

তবে শুধু মমতাই নন এদিন মনোহর লাল খট্টরের মন্তব্যের তীব্র প্রতিবাদ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, এটা দীর্ঘ দিনের আরএসএস-এর শিক্ষার ফল ৷ মেয়েরা পুরুষের পণ্য নয়। পাশাপাশি রাহুল এদিন খট্টরকে দুর্বল, নিরাপত্তাহীনতায় ভোগা একজন প্যাথেটিক মানুষ বলেও কটাক্ষ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*