মাসানুর রহমান,
সোনিয়া গান্ধীর উপরেই ভরসা দেখালেন কংগ্রেসের বর্ষীয়ান নেতারা। জল্পনা শেষে আজ শেষ পর্যন্ত অন্তর্বর্তী কংগ্রেস সভানেত্রী হিসেবে ঘোষণা করা হলো সোনিয়া গান্ধীরই নাম।
কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট কে হবেন, তা নিয়ে দিনভর বৈঠক করে ওয়ার্কিং কমিটি। জানা গেছে বেশিরভাগ নেতা রাহুলকেই কংগ্রেসের সভাপতি থেকে যাওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু নিজের অবস্থানে অনড় ছিলেন রাহুল।
সূত্রের খবর, কংগ্রেস ওয়ার্কিং কমিটির তরফ থেকে সোনিয়া গান্ধীকে অনুরোধ করা হয়, রাহুল না হলে তিনি যেন কংগ্রেস সভানেত্রীর পদে বসেন। রাত ৮টা থেকে শুরু হয় ফের বৈঠক। রাহুল, সোনিয়াও যোগ দেন সেখানে। অবশেষে রাত ১১টা নাগাদ কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ জানান, সোনিয়া গান্ধীকেই অন্তর্বর্তী সভানেত্রী নির্বাচন করা হয়েছে।
Be the first to comment