আর্থিক বৃদ্ধির হারে দেশে প্রথম পশ্চিমবঙ্গঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

আর্থিক বৃদ্ধির হারে দেশে প্রথম স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ। আজ ফেসবুকে একথা লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ভারত সরকারের রিপোর্ট অনুযায়ী ২০১৮-১৯ আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার ছিল ১২.৫৮ শতাংশ। ভারতের রাজ্যগুলির মধ্যে এটা সর্বোচ্চ। এই তথ্য জানিয়ে তিনি সকল রাজ্যবাসীকে অভিনন্দন জানান।

তিনি আরও লেখেন, সারা দেশে মন্দার মধ্যেও আমাদের এই কৃতিত্ব সত্যি উল্লেখযোগ্য। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা বন্দ্যপাধ্যায় জানান, ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে ত্রৈমাসিক GDP-র হার সব থেকে কম ছিল। পাশাপাশি তাঁর দাবি, দেশে শিল্প উৎপাদনের বৃদ্ধির হার ৭ শতাংশ থেকে ২ শতাংশে নেমে গেছে। ৪৫ বছরের মধ্যে বেকারত্বের হার সব থেকে বেশি।

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের নীতির সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড থেকে BSNL, এয়ার ইন্ডিয়া থেকে রেলওয়ে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে অ্যালো স্টিল প্ল্যান্ট ছাড়া আরও প্রায় ৪৫টি সরকারি খাতের উদ্যোগকে কেন্দ্রীয় সরকার সক্রিয়ভাবে বেসরকারিকরণের পথে হাঁটছে । এর ফলে লক্ষাধিক যুবক বেকার হবে। সাম্প্রতিককালে ভারতে চর্ম ও গাড়ি উৎপাদন শিল্প খাতে তিন লাখ কর্মী বেকার হয়েছে ।

CMIE-র রিপোর্টকে উদ্ধৃত করে ১৩ ট্রিলিয়ন টাকার বিনিয়োগ স্থগিত হয়ে আছে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, প্রত্যেকেরই দেশের বর্তমান বাস্তব পরিস্থিতিটি দেখার ও অনুধাবন করা প্রয়োজন। বর্তমানে সরকারের অ্যাজেন্ডা দেশের উন্নতি ও অর্থনীতির থেকে সরে কেবল মাত্র রাজনীতির উপর গিয়ে পড়েছে ।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/posts/2623025671098091

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*