লাহোর ফোর্টের ৯ ফুট উঁচু মহারাজা রঞ্জিত সিং-এর মূর্তি ভেঙে ফেলল দুজন ব্যক্তি। দুজনেই পাকিস্তানের চরমপন্থী সংগঠনের সদস্য বলে জানা গিয়েছে। তাঁদের গ্রেফতার করেছে পুলিশ।
লাহোর পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে মৌলানা খাইম রিজভির দল তেহরিক লাব্বাইক পাকিস্তানের সদস্য ওই দুই ব্যক্তি লাহোর ফোর্টের মধ্যে থাকা মহারাজা রঞ্জিত সিং-এর মূর্তি ভেঙে ফেলেন। সাথে সাথেই নিরাপত্তারক্ষীরা দেখতে পেয়ে তাদের দু’জনকে আটক করেন। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের সামনে তাঁরা বলেছেন, কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার প্রতিবাদেই এই কাণ্ড ঘটিয়েছেন তাঁরা। দু’জনের বিরুদ্ধে সরকারি সম্পতি ভাঙচুরের অভিযোগ দায়ের করা হয়েছে।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে লাহোর ফোর্টের দায়িত্বে থাকা ওয়ালড সিটি অফ লাহোর অথরিটি। এই অথরিটির মুখপাত্র তানিয়া কুরেশি জানিয়েছেন, “মহারাজা রঞ্জিত সিং শুধুমাত্র ভারতের নন, উনি আমাদেরও গর্ব। তিনি উনবিংশ শতাব্দীতে শিখ রাজা ছিলেন। তাঁর বীরত্ব ও কাজকে সবাই সম্মান করেন। এই ঘটনায় আমরা অবাক ও দুঃখিত। দোষীদের সাজার দাবি করছি আমরা।”
Be the first to comment