শ্যামলী গৃহের দ্বারোদঘাটন অনুষ্ঠানে ১৬ আগস্ট বিশ্বভারতী আসছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। শনিবার তাঁর নিরাপত্তা সহ অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ নিরাপত্তা আধিকারিক, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শ্যামলী গৃহের সংস্কারের কাজ চলছিলো।
রবীন্দ্রভবনের ভিতরে সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি হয়েছিল এই ‘শ্যামলী গৃহ’। সংস্কারের অভাবে এই ঐতিহ্যবাহী বাড়িটি ভেঙে পড়তে বসেছিলো। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বাড়িটি সংস্কার করে। আবার এই বাড়িটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।
Be the first to comment