৩৭০ ধারা নিয়ে সরকারের সিদ্ধান্তের সপক্ষে আরও একবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের ফলে সন্ত্রাসবাদ শেষ হবে এবং ওই এলাকার উন্নয়ন হবে। প্রসঙ্গত, চেন্নাইয়ে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর একটি বইয়ের প্রকাশ অনুষ্ঠানে গিয়ে অমিত শাহ বলেন, তিনি বিশ্বাস করেন যে ৩৭০ ধারায় জম্মু কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা দেওয়া ছিল, তা দেশের পক্ষে উপকারী ছিল না।
তামিল সুপারস্টার রজনীকান্তও এ ব্যাপারে এনডিএ সরকারের প্রশংসা করেন এবং অমিত শাহের সংসদের ভাষণ নিয়ে তাঁকে অভিনন্ন জানান। রজনীকান্ত বলেন, অমিত শাহকে হার্দিক অভিনন্দন। যে ভাবে উনি ব্যাপারটা ঘটিয়েছেন এবং সংসদে যে ভাষণ দিয়েছেন তা চমৎকার।
Be the first to comment