কাশ্মীর পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ফের মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তবে এবার নাম না করে মোদী সরকারকে নাৎসি জমানা ও হিটলারের সঙ্গে তুলনা করলেন ইমরান খান ৷ রবিবার টুইটারে কাশ্মীর নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন ইমরান ৷ ইমরান টুইটারে লিখেছেন, কাশ্মীরে ৩৭০ খারিজ ও কাশ্মীরের বিভাজন নীতির পিছনে রয়েছে সঙ্ঘের আদর্শ ৷ যা কিনা একেবারেই নাৎসি যুগের কথা মনে করায় ৷
পাশাপাশি কাশ্মীর ইস্যুর তীব্র নিন্দা করে ইমরান খান আরও লেখেন, কাশ্মীরে যে দমননীতি চলছে তা একেবারে হিটলারের মনোভাব ৷ একসময় হিটলার যেমন ইহুদি গণহত্যায় মেতে উঠেছিল, সেই দিকেই কাশ্মীরকে নিয়ে যাচ্ছে মোদী সরকার ৷ মোদী সরকার জোর করে কাশ্মীরের মানচিত্র বদলে ফেলার চেষ্টা করছে ৷
Be the first to comment