বন্যা বিধ্বস্ত ওয়াইনাড পরিদর্শনে রাহুল গান্ধী

Spread the love

বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে মহারাষ্ট্র, কেরালা ও কর্নাটকে ৷ গত এক সপ্তাহে বন্যায় ওই তিন রাজ্যে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে ৷ ঘরছাড়া হয়েছেন প্রায় কয়েক লাখ মানুষ ৷ ইতিমধ্যে কেরালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ ৷ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যে দুর্গতদের উদ্ধারের জন্য সেনা ডেকেছেন ৷ শনিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন, কর্নাটকে বন্যার জন্য প্রায় ২ লাখ দুর্গতকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে ৷ মহারাষ্ট্রেও মৃতের সংখ্যা প্রায় ৩০ ৷

রবিবার নিজের কেন্দ্র ঘুরে দেখলেন রাহুল গান্ধী ৷ পরপর দু‘বছর একইরকমভাবে বিধ্বংসী বন্যায় বিধ্বস্ত ওয়াইনাড ৷ রাহুল নিজের ট্যুইটে জানিয়েছেন আগামী কিছুদিন এই বন্যা বিধ্বস্ত ওয়াইনাডে থাকবেন তিনি ৷ ঘুরে দেখবেন বিভিন্ন ত্রাণশিবির ৷

প্রসঙ্গত, ওয়াইনাডে এখন রেড অ্যালার্ট জারি রয়েছে ৷ একইসঙ্গে কুন্নুর ও কাসরাগোদে জেলাতেও জারি রয়েছে সতর্কতা ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সময় কোনও রাজনৈতিক রঙ না দেখে কাজ করতে হবে ৷ এমনকি নিজের দলের কর্মীদের কোনও পলিটিক্যাল টি-শার্ট পড়ে কাজ করতে যেতে নিষেধ করেছেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*