সোমবার সারা বিশ্বজুড়ে পালিত হবে ইদুজ্জোহা বা বকরি ঈদ। আর সেকারনেই রবিবার রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর ছবি পোস্ট করে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা।
মুসলিম সম্প্রদায়ের দুটি সর্ববৃহৎ জাতীয় উৎসব ঈদুল ফিতর ও ইদুজ্জোহা। প্রতি বছর সারা বিশ্বজুড়ে এই উৎসব পালিত হয়। এই উৎসবের আরেক নাম কুরবানির ঈদ বা বকরি ঈদ। এই ঈদের নাম বকরি ঈদ হওয়ার দুটি কারন আছে। প্রথমটি হল এই ঈদ কুরবানির ঈদ বলে এই উৎসবে কিছু না কিছু আল্লাকে উৎসর্গ করে কুরবান করতে হয়। আর এক সময় অবিভক্ত বাংলায় বকরি অর্থাৎ ছাগল ছাড়া অন্য কোনও কুরবানির পশু তেমন একটা পাওয়া যেত না, আর সেই থেকে ছাগল দিয়ে কুরবানি দেওয়ার রীতি।
ইসলাম মতে, সর্বশ্রেষ্ঠ ত্যাগের প্রতীক এই কুরবানির উৎসব। এ দিনটি সারাবিশ্ব জুড়ে খুবই জাঁকজমকের সঙ্গে পালিত হয়। সবাই এ দিন নতুন পোশাক পরে সাধ্য মতন খাওয়ারের আয়োজন করেন। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতরাও এই আনন্দের অংশীদার হয়। দরিদ্র ও দুঃস্থদের ঈদের আনন্দে সামিল করা জরুরি বলে মনে করা হয় ইসলামে। মুসলমানেরা এ দিন ঈদের দুই রাকাত নামাজ পড়েন। এইদিন দুঃস্থদের সাধ্যমত দান এবং অনুদান বিতরণ করা ধর্মীয় দিক থেকে বাধ্যতামূলক। তাই এটি মুসলিম সম্প্রদায়ের কাছে একটি জাতীয় উৎসব।
Be the first to comment