লাদাখের কাছে বিমানহানার সরঞ্জাম মজুত করছে পাকিস্তান, নজর রাখছে ভারত

Spread the love

৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে উত্তেজনার মধ্যেই লাদাখের ওপারে স্কর্দু ঘাঁটিতে বিমানহানার সরঞ্জাম মজুত করছে পাকিস্তান বায়ুসেনা। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, শনিবার পাকিস্তান বায়ুসেনার তিনটি সি -১৩০ বিমান কেন্দ্রশাসিত লাদাখের ওপারে স্কর্দু বিমান ঘাঁটিতে সরঞ্জাম আনতে ব্যবহার করা হয়। ভারতীয় এজেন্সিগুলি সীমান্তবর্তী অঞ্চলগুলিতে পাকিস্তানিদের চলাফেরার উপর নজর রাখছে।

সূত্র আরও জানিয়েছে, পাকিস্তান বায়ুসেনার এই ফরোয়ার্ড অপারেটিং বেসে বিমানহানায় সাহায্য করার জন্য সরঞ্জামগুলি আনা হতে পারে। এছাড়াও সূত্র জানিয়েছে, পাকিস্তান খুব সম্ভবত তাদের JF যুদ্ধবিমান স্কর্দু বিমান ঘাঁটিতে এনে রাখতে পারে। ভারতের বায়ুসেনা ও সেনার সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলি পাকিস্তানের বায়ুসেনার গতিবিধির উপর কড়া নজর রাখছে। জানা যাচ্ছে, পাকিস্তান দীর্ঘদিন আগে অ্যামেরিকার সরবরাহ করা সি -130 ট্রান্সপোর্ট বিমানের পুরানো সংস্করণ ব্যবহার করে। ১৯৮৮ সালের অগাস্টে একটি সি-130 ট্রান্সপোর্ট বিমানে বোমা বিস্ফোরণ হয়। তাতে মৃত্যু হয় পাকিস্তানের সামরিক শাসক জিয়া উল হকের। সূত্র জানাচ্ছে, পাকিস্তান বিমান বাহিনী স্কর্দু বিমানঘাঁটিতে মহড়া চালানোর পরিকল্পনা করছে। সেই কারণে ঘাঁটিতে যুদ্ধবিমান আনা হতে পারে। স্কর্দু হলো পাকিস্তান বিমান বাহিনীর একটি ফরোয়ার্ড অপারেটিং বেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*