মুম্বইয়ে খুন হলেন বাঙালি আর্ট ডিরেক্টর ৷ গোরেগাঁও এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন তিনি ৷ দু’দিন নিখোঁজ থাকার পর শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে দু’জনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, আর্ট ডিরেক্টরের নাম কৃষ্ণেন্দু চৌধুরি (৩৬) ৷ বাড়ি হুগলির কোন্নগরের মাস্টারপাড়ায় ৷ ২০০৮ সালে পাড়ি দেন মু্ম্বই ৷ ২০১৪-১৫ সালে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে পাশ করেন। ২০১৫ সালে হিন্দি সিনেমা আইল্যান্ড সিটিতে আর্ট ডিরেক্টর হিসেবে কাজও করেছেন। পরে খোলেন প্রোডাকশন হাউজ। সেখানে কাজ করতেন পাঁচজন। চালাতেন আর্ট স্কুলও।
উল্লেখ্য, গোরেগাঁওয়ের ফ্ল্যাটে একাই থাকতেন কৃষ্ণেন্দু ৷ গত চারবছর কাজের চাপে বাড়ি যেতে পারেননি। তবে মা ও ভাই দিব্যেন্দুর সঙ্গে নিয়মিত ফোনে কথা হত ৷ গত বুধবার (৭ অগাস্ট) মা ছায়া চৌধুরির সঙ্গে শেষ কথা হয়েছিল। মা জানান, বৃহস্পতিবার রাতে একটা ফোন এসেছিল। কলকাতা থেকে রণজিৎ নামে একজন ফোন করেছিলেন। তিনি কৃষ্ণেন্দুর আর কোনও নম্বর আছে কি না জানতে চাইছিলেন। গতকাল খবরের কাগজ থেকে জানতে পেরেছেন ছেলের মৃত্যুর খবর। ছায়া বলেন, এত বড় শিল্পী এভাবে খুন হয়ে গেল এর একটা বিহিত হবে না? পুলিশ কিছু ব্যবস্থা করবে না ? আমার ছেলে যদি অসুখ বা দুর্ঘটনায় মারা যেত, তাহলে কিছু বলার ছিল না। এখন যা অবস্থা আর কিছু করার নেই আমার।
তবে অফিস কর্মীরা জানাচ্ছেন তাঁর সঙ্গে কিছুদিন আগেই পেমেন্ট নিয়ে কয়েকজনের ঝামেলা হয়েছিল। এদিকে মৃত্যু রহস্যের জট খুলতে পুলিশ কৃষ্ণেন্দুর পুরোনো ও বর্তমান কর্মচারীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত এক মহিলাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে । তবে, তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।
Be the first to comment